Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পিরোজপুর জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম। কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


প্রকল্প.

 

  • পিরোজপুর জেলা কারাগার-১

নবনির্মিত পিরোজপুর জেলা কারাগারটি পিরোজপুর পৌরসভার ০২ নং ওয়ার্ডের অন্তগত ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে ঝাটকাঠি গ্রামে অবস্থিত। ১৯৯৭ সালে ৯.৫০ একর জমির উপর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১২ টি জেলা কারাগার নির্মান প্রকল্পের আওতায় ১৯৯৬-১৯৯৭ অর্থ বছরে শুরু হয়। পরবর্তীতে নির্মান কাজ অসমাপ্ত রেখে ৩০ জুন ২০১১ সালে প্রকল্পটি অসমাপ্ত ঘোষনা করেন। এরপর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ০৩ টি জেলা কারাগার অবকাঠামো নির্মাণ ও ২ টি জেলা কারাগারের অসমাপ্ত কাজ করণ’ প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থ বছরে পুনরায় কাজ শুরু করেন এবং জুন ২০১৮ খ্রিঃ উদ্ধোধন করেন ।

  • কারাগারের জমিঃ-

         কারাগারটির মোট জমির পরিমাণ........ ০৯.৫০ একর।

         কারাগারের অভ্যন্তরে জমির পরিমাণ...... ৬.০০ একর।

         কারা বহিঃস্থ জমির পরিমাণ...............  ৩.৫০ একর।