নবনির্মিত পিরোজপুর জেলা কারাগারটি পিরোজপুর পৌরসভার ০২ নং ওয়ার্ডের অন্তগত ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে ঝাটকাঠি গ্রামে অবস্থিত। ১৯৯৭ সালে ৯.৫০ একর জমির উপর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১২ টি জেলা কারাগার নির্মান প্রকল্পের আওতায় ১৯৯৬-১৯৯৭ অর্থ বছরে শুরু হয়। পরবর্তীতে নির্মান কাজ অসমাপ্ত রেখে ৩০ জুন ২০১১ সালে প্রকল্পটি অসমাপ্ত ঘোষনা করেন। এরপর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ০৩ টি জেলা কারাগার অবকাঠামো নির্মাণ ও ২ টি জেলা কারাগারের অসমাপ্ত কাজ করণ’ প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থ বছরে পুনরায় কাজ শুরু করেন এবং জুন ২০১৮ খ্রিঃ উদ্ধোধন করেন ।
কারাগারটির মোট জমির পরিমাণ........ ০৯.৫০ একর।
কারাগারের অভ্যন্তরে জমির পরিমাণ...... ৬.০০ একর।
কারা বহিঃস্থ জমির পরিমাণ............... ৩.৫০ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস